ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাকলিয়ায় পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
বাকলিয়ায় পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী আটক

চট্টগ্রাম: নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সেতু এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মোছাম্মৎ তানিয়া (২২) ও একই জেলার টেকপাড়া এলাকার আয়েশা আক্তার (২৫)।
এদের মধ্যে তানিয়াকে তিন কেজি গাঁজা এবং আয়েশাকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।


বাকলিয়া থানার ওসি মো. মহসিন বাংলানিউজকে জানান, আটক দুইজনই পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলো চট্টগ্রাম নিয়ে আসতে পারে।   গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা উল্লেখ করে এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।