চট্টগ্রাম: মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় আহত আলাউদ্দিন রাকিব (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাত ১০টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের আল আমিন গলি এলাকায় ছাত্রদলের একটি পক্ষের নেতাকর্মীরা রাকিবের উপর হামলা চালায়।
রাকিবের পিতা মো. মকছুদ বাংলানিউজকে জানান,‘প্রায় ১০ দিন পূর্বে বারইয়ারহাট এলাকার মিজান নামের এক যুবকের সঙ্গে রাকিবের বাকবিতণ্ডা হয়েছে। গত সোমবার রাতে মিজানের নেতৃত্বে সন্ত্রাসীরা রাকিবকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রগ কেটে নির্মমভাবে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মস্তাননগর এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে রাকিবের মৃত্যু হয়েছে। ’
ধুমঘাট হাজী চাঁন মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরের ছাপা বাংলানিউজকে বলেন,‘নিহত আলাউদ্দিন রাকিব এবার বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী। ’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বাংলানিউজকে বলেন,‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা খবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪