ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
মিরসরাইয়ে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম: মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় আহত আলাউদ্দিন রাকিব (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

নিহত রাকিব ধুমঘাট হাজী চাঁন মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের এসএসসি পরীক্ষার্থী।  

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাত ১০টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের আল আমিন গলি এলাকায় ছাত্রদলের একটি পক্ষের নেতাকর্মীরা রাকিবের উপর হামলা চালায়।
পরে তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে জোরারগঞ্জ বাজারে ফেলে চলে যায়। গুরুতর আহতবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

রাকিবের পিতা মো. মকছুদ বাংলানিউজকে জানান,‘প্রায় ১০ দিন পূর্বে বারইয়ারহাট এলাকার মিজান নামের এক যুবকের সঙ্গে রাকিবের বাকবিতণ্ডা হয়েছে। গত সোমবার রাতে মিজানের নেতৃত্বে সন্ত্রাসীরা রাকিবকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রগ কেটে নির্মমভাবে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মস্তাননগর এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে রাকিবের মৃত্যু হয়েছে। ’

ধুমঘাট হাজী চাঁন মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরের ছাপা বাংলানিউজকে বলেন,‘নিহত আলাউদ্দিন রাকিব এবার বাণিজ্য বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী। ’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বাংলানিউজকে বলেন,‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। আমরা খবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।