ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বিনামূল্যে বই বিতরণে সরকার ইতিহাস সৃষ্টি করেছে’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
‘বিনামূল্যে বই বিতরণে সরকার ইতিহাস সৃষ্টি করেছে’

চট্টগ্রাম: পটিয়ার উনাইনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণবের সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের শাহীনুল ইসলাম শানু।

বিশেষ অতিথি ছিলেন পটিয়া সনাক-টিআইবির ইয়েস গ্রুপের সভাপতি নিত্যময় চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রতন বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া ও  ইউপি সদস্য আবদুস বাছেক।

শিক্ষক পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক শর্মিষ্ঠা রায়।
বক্তব্য দেন শিক্ষক সোমা বড়ুয়া, ইসমত হাকিম, স্নিগ্ধা বড়ুয়া, পবন বড়ুয়া, নিগার সুলতানা, নিরূপা বড়ুয়া, রুমি দাশগুপ্তা প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সফলতার সঙ্গে একযোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠ্যবই বিতরণ করে ইতিহাস সৃষ্টি করেছেন।

তারা বলেন,  বর্তমান সরকারের সময়ে শিক্ষার পরিবেশ অনেক উন্নতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এআর/টিসি




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।