চট্টগ্রাম: পটিয়ার উনাইনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণবের সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের শাহীনুল ইসলাম শানু।
শিক্ষক পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক শর্মিষ্ঠা রায়।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সফলতার সঙ্গে একযোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠ্যবই বিতরণ করে ইতিহাস সৃষ্টি করেছেন।
তারা বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষার পরিবেশ অনেক উন্নতি হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
এআর/টিসি