চট্টগ্রাম: নগরীর বন্দর থানার গোসাইলডাঙা এলাকায় আগুনে দগ্ধ হয়েছেন কেয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূ।
শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে।
গৃহবধূ কেয়া বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পংকজ বড়ুয়া বাংলানিউজকে বলেন, গোসাইলডাঙার একটি বাসায় দগ্ধ কেয়াকে ভবনের দারোয়ান হাসপাতালে নিয়ে আসেন।
এজন্য কেয়া আক্তারের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি বলে নায়েক পংকজ বাংলানিউজকে জানান।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
আরডিজি/টিসি