চট্টগ্রাম: চার থেকে নয় জানুয়ারি পর্যন্ত পূর্বঘোষিত পরীক্ষাগুলো কর্মবিরতি কর্মসূচির বাইরে রাখার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তবে কর্মসূচি তারা অব্যাহত রাখেবে বলে জানিয়েছেন।
শিক্ষক সমিতির এ সিদ্ধান্তের ফলে ৪ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পূর্বঘোষিত পরীক্ষাগুলো নিয়ে অনিশ্চয়তার অবসান হয়েছে।
কর্মবিরতি কর্মসূচির সময় করণীয় নিয়ে রোববার দুপুর সাড়ে ১২টায় বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি।
সভাশেষে দুপুর পৌনে ২টার দিকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. কাজী খসরুল আলম কুদ্দুসী বাংলানিউজকে বলেন, ‘আমাদের কর্মবিরতি কর্মসূচি ৩ জানুয়ারি থেকে তারিখ থেকে অব্যাহত থাকবে। তবে ৪ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পূর্বঘোষীত পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। ’
এই শিক্ষক নেতা আরও বলেন, ‘ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষকেরা ৩ থেকে ৭ জানুয়ারি কালো ব্যাজ ধারণ করবে। ৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হওয়ায় ওইদিন কোনো কর্মসূচি থাকবে না। ’
‘দাবি আদায় না হলে পুনরায় ১১ তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। ওই দিন থেকে ক্লাসের পাশাপাশি পরীক্ষাও নিবেন না শিক্ষকেরা। ’ জানান চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।
এদিকে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি শুরু হওয়ায় বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। এতে কার্যত অচল রয়েছে বিশ্ববিদ্যালয়।
অষ্টম জাতীয় বেতন কাঠামো সংক্রান্ত প্রকাশিত গেজেটের সংশোধন না করা এবং প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না করায় এ কর্মসূচি পালন করছেন চবি শিক্ষকেরা।
অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১১ জানুয়ারি থেকে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি শুরু হয়েছে আজ রোববার থেকেই।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ-ইনস্টিটিউটে ক্লাস-পরীক্ষা নিচ্ছেন না শিক্ষকেরা।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
টিএইচ/টিসি