চট্টগ্রাম: বিস্ফোরক মামলার আসামি এক জামায়াত কর্মীসহ বিভিন্ন অভিযোগে ১৩জনকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ। এদের মধ্যে থেকে চারজনের কাছ থেকে ৩৫৫পিচ ইয়াবা ও ২০লিটার মদ উদ্ধার করা হয়।
রোববার দিনভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. জুয়েল রানা, মো. বদি আলম, সাজেদা বেগম, পারভিন বেগম, নুরুল আবছার, মো. মকবুল খান, ডালিম ফকির, মো. জুয়েল হোসেন, মোরশেদ, রাজিবুল ইসলাম, মো. শহিদুল, নিজম উদ্দিন এবং বিলকিস।
এদের মধ্যে জামায়াতকর্মী নুরুল আবছার বিস্ফোরক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। অন্যদের মধ্যে বদি আলমকে ২০লিটার চোলাই মদসহ, সাজেদা বেগম ও পারভিন বেগমকে ৩০০পিচ ইয়াবাসহ, মো. জুয়েল রানাকে ৫৫পিচ ইয়াবসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অন্য আসামিদের নামে মাদকদ্রব্য সেবন করে মাতলামি ও চুরির অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
টিএইচ/টিসি