চট্টগ্রাম: নগরীর অভিজাত এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবাসহ রোহিঙ্গা বংশোদ্ভূত এক নারীকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
রোববার (৩ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকে ওই বাসায় অভিযান চালায় পুলিশ।
আটক হওয়া ওই নারী হলেন রাফিয়া বেগম (১৮)। তার কাছে এক হাজার ছয়’শ পিস ইয়াবা পাওয়া গেছে।
চান্দগাঁও থানার ওসি আবু মোহাম্মদ শাহজাহান কবির বাংলানিউজকে জানান, রোহিঙ্গা বংশোদ্ভূত রাফিয়ার আদি নিবাস মায়ানমারে। পরে টেকনাফে এসে বসবাস শুরু করেন। বিয়ে করেন রাঙ্গুনিয়ার ওসমান নামে এক ব্যবসায়ীকে। বিয়ের পর ওসমান এবং রাফিয়া মিলে ইয়াবা ব্যবসা শুরু করেন।
ইয়াবা ব্যবসার মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের পর তারা নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় বাসা ভাড়া নেন। টেকনাফ থেকে ইয়াবা এনে ওই বাসায় রেখে মূলত তারা সেগুলো নগরীর বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতেন।
পুলিশ ওই বাসায় অভিযান চালানোর সময় ওসমানকে পাওয়া যায়নি। তবে বাসা থেকে ইয়াবা উদ্ধারের পর রাফিয়াকে আটক করা হয়।
এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
আরডিজি/টিসি