চট্টগ্রাম: নগরীর ইপিজেড এলাকা থেকে অপহৃত হওয়া পাঁচ বছরের শিশু জিহাদকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত নয়টার দিকে কক্সবাজারের ঈদগাঁ এলাকা থেকে অপহরণকারী সুমিকেও গ্রেফতার করা হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) নাজমুল আলম বাংলানিউজকে বলেন, জিহাদকে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশ জানার পর অপহরণকারীর অবস্থান শনাক্ত করা হয়।
তিনি জানান, জিহাদের মা একটি পোশাক কারখানায় চাকরি করে। অপহরণকারী সুমিও আরেকটি পোশাক কারখানায় চাকরি করে। হয়তো সেই সুবাদে তাদের মধ্যে পরিচয় ঘটেছিল। এ সুযোগ কাজে লাগিয়ে জিহাদকে অপহরণ করেছিল সুমি।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এআর/টিসি