চট্টগ্রাম: পারিবারিক কলহের জের ধরে চান্দগাঁও শহীদপাড়া কবির মিস্ত্রি কলোনির এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন শাহিন আকতার (২৫)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, শাহিন আকতারের স্বামী মো. আজাদ।
শাহিন আকতারের দুলাভাই আবদুল কাদের বাংলানিউজকে জানান, শাহিনের স্বামী কক্সবাজারে দারোয়ানের চাকরি করে। ফাঁকে ফাঁকে টমটম চালায়। শাহিন কালুরঘাট বিসিকের একটি পোশাক কারখানায় চাকরি করতো। তাদের বিয়ে হয়েছিল আড়াই-তিন বছর আগে। বিয়ের পর থেকে পারিবারিক কলহ লেগেই ছিল।
সোমবার সকাল ১০টায় আবদুল কাদের জানান, শাহিনের মরদেহ চমেক হাসপাতাল মর্গে রয়েছে। চান্দগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এআর/আইএসএ/টিসি