চট্টগ্রাম: নগরীর কোতোয়ালি থানাধীন শহীদ মিনার এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। সোমবার দুপুর সোয়া একটার দিকে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে সরকারি সিটি কলেজ এবং এমইএস কলেজ ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের একপর্যায়ে সিটি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা আতশবাজি পোড়ায়। এ সময় এমইএস কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়।
প্রায় ২০ মিনিটের মতো পরিস্থিতি উত্তপ্ত ছিল। এ সময় আশপাশের দোকানি ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, ছাত্রলীগের জুনিয়র ও সিনিয়র দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক-বিতর্ক হয়েছে। আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এআর/আইএসএ/টিসি