চট্টগ্রাম: মানসীক ভারসাম্যহীন এক নারীর ছোড়া ঢিলে আহত হয়েছেন চট্টলা এক্সপ্রেস ট্রেনের চালক শাহ আলম। সোমবার সকালে সীতাকুণ্ড ইকোপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
পরে সীতাকুণ্ড স্টেশনে ট্রেন থামিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ওসি হিমাংশু দাস রানা।
তিনি জানান, সকালে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এমইউ/টিসি