চট্টগ্রাম: দ্রুত বিচার আইনের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
সোমবার (০৪ ডিসেম্বর) গভীর রাতে তাকে বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামির নাম সিরাজ কবির প্রকাশ জনি (২৬)। সে বায়েজিদ বোস্তামি থানার জঙ্গলপাড়া জহির চেয়ারম্যান বাড়ির নুর আহম্মেদের ছেলে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, ২০১৪ সালের জানুয়ারিতে বায়েজিদ এলাকায় একটি দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটায় সিরাজ। এ ঘটনায় মামলা দায়ের হয়। কিন্তু সিরাজ পলাতক ছিল।
পলাতক থাকা অবস্থায় গত ১৫ ডিসেম্বর তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। আদালত সিরাজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
আরডিজি/আইএসএ/টিসি