চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজার এলাকায় গলা কেটে নৃশংসভাবে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে খুন করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাবাজারে গুলশান আবাসিক এলাকার দিদার কলোনিতে নিজের বাসার ভেতরে তাকে খুন করা হয়েছে।
শিশুটির নাম আজিম হোসেন (১২)। সে স্থানীয় শেরশাহ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে জানান, আজিমের বাবা তরকারি বিক্রেতা এবং মা গার্মেন্টস কর্মী। সকালে দু’জনই বাসা থেকে নিজ কর্মস্থলের উদ্দেশ্যে যান। আজিমের নতুন বই নিয়ে আজ (মঙ্গলবার) প্রথমদিন স্কুলে যাবার কথা ছিল।
‘সকাল সাড়ে ১০টার দিকে তার বড় ভাই বাসা থেকে বেরিয়ে যায়। এসময় সে আজিমকে স্কুলে যাবার জন্য তৈরি হতে দেখেছিল। সাড়ে ১১টার দিকে আজিমের বাবা বাসায় এসে দেখেন, তার ছেলের জবাই করা রক্তাক্ত লাশ বিছানায় পড়ে আছে। ’ বলেন ওসি।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
আরডিজি/আইএসএ/টিসি