চট্টগ্রাম: নগরীর সদরঘাট থানার পোস্ট অফিসের সামনে ট্রাকের ধাক্কায় দীলিপ ব্যানার্জি(৫৬) নামে এক রেল কর্মচারীর নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া উপজেলার গোবাতলী গ্রামের বাসিন্দা দীলিপ নগরীর সদরঘাট থানার আলকরণ দোভাষ কলোনির হাসিনা ভবনে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
সদরঘাট থানার উপপরিদর্শক ইউসুফ ভূঁইয়া বাংলানিউজকে জানান, অফিস থেকে বাসায় ফেরার পথে সদরঘাট থানার পোস্ট অফিস এলাকায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২০০৩ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এমইউ/টিসি