চট্টগ্রাম: দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (চুয়েট) সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো আব্দুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শফিউল হক।
সংবাদ সম্মেলনে শিক্ষকেরা বলেন, সোমবার (১১ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
তারা বলেন, শিক্ষকদের এ আন্দোলন সম্পূর্ণ পেশাগত মর্যাদা রক্ষার আন্দোলন, কোনো রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত নয়।
অষ্টম জাতীয় বেতন কাঠামো সংক্রান্ত প্রকাশিত গেজেটের দ্রুত সংশোধন এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এ আন্দোলনে নেমেছেন।
** দাবি না মানলে সোমবার থেকে সর্বাত্মক কর্মবিরতি
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৫
টিএইচ/এআর/টিসি