ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রলীগের সপ্তাহব্যাপী কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
শিক্ষার্থীদের নিরাপত্তায় ছাত্রলীগের সপ্তাহব্যাপী কর্মসূচি

চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজ ও হাজি মুহাম্মদ মহসিন সরকারি কলেজের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ কলেজ ক্যাম্পাসে দীর্ঘ তিন দশকের উগ্র মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীর চলমান সব অপকর্ম ও নৈরাজ্য নির্মূলের দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ।
 
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহামুদুল করিম ও মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।


 
কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার (৯ জানুয়ারি) সব শিক্ষাপ্রতিষ্ঠানে জনসচেতনা সৃষ্টিতে দাবি সম্বলিত লিফলেট বিতরণ, ১০ জানুয়ারি (রোববার) বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান, ১১ জানুয়ারি (সোমবার) দুই কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন, ১২ জানুয়ারি (মঙ্গলবার) দুই কলেজে প্রশাসনে থাকা শিবিরের মদদপুষ্টদের অপসারণে হুঁশিয়ারি বিজ্ঞপ্তি পাঠ, ১৩ জানুয়ারি (বুধবার) দু্ই কলেজে গণঅনশন এবং ১৪ জানুয়ারি (বৃহস্পতিবার) চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন।
 
বিবৃতিতে কর্মসূচি পালনে চট্টগ্রামের সর্বস্তরের প্রগতিশীল ছাত্র সংগঠনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৬
টিএইচ/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।