চট্টগ্রাম: পটিয়ার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের বিনুনিহারা এলাকায় গাড়ির ধাক্কায় মুক্তিযোদ্ধা মো. আবদুল হক (৭০) নিহত হয়েছেন। শনিবার বেলা দেড়টার দিকে ধানক্ষেত দেখে ফুটপাত দিয়ে ফেরার পথে পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, মৃত নবাব মিয়ার ছেলে মুক্তিযোদ্ধা মো. আবদুল হককে বেলা ১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবদুল হকের ছোট ভাই অহিদুল হক বাংলানিউজকে বলেন, নিজের ধানক্ষেত দেখে ফেরার পথে তিনি ফুটপাত দিয়ে হাঁটছিলেন।
এতে তিনি গুরুতর আহত হন। আমরা দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ভাইকে বাঁচাতে পারলাম না।
তিন ছেলে ও ছয় মেয়ের বাবা আবদুল হকের মরদেহ মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা পাঁচলাইশ থানায় এসেছি ক্লিয়ারেন্স নিতে। ক্লিয়ারেন্স পেলেই মরদেহ গ্রামে নিয়ে যাবো। সেখানে জানাজা শেষে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এআর/টিসি