ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে পুলিশে দিল ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
শিবির সন্দেহে এক শিক্ষার্থীকে পুলিশে দিল ছাত্রলীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: শিবির সন্দেহে চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থীকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।   মঙ্গলবার দুপুর দুইটার দিকে ওই শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।



আটক শিক্ষার্থী মাসুমদ্দৌল্লাহ (২৪) চট্টগ্রাম কলেজ শাখা বিএনসিসি’র ইনচার্জ।   তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের স্নাতক শেষ পর্বের শিক্ষার্থী।
  তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার আজাদীবাজার এলাকায়।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বাংলানিউজকে বলেন, বিএনসিসি সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠান।   এ ধরনের প্রতিষ্ঠানে যদি শিবিরের গুপ্তচর ঢুকে পড়ে তাহলে শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়ে। তাই ছাত্রলীগের কলেজ শাখার নেতাকর্মীরা শিবিরের এক কর্মীকে ধরে পুলিশে দিয়েছে।

চকবাজার থানার ডিউটি অফিসার মমতাজ খাতুন বাংলানিউজকে বলেন, আটক শিক্ষার্থী একটি মামলার এজহারভুক্ত আসামি। তাকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।