ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বর্ষা মৌসুমের আগেই উন্নয়নকাজ শেষ করার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বর্ষা মৌসুমের আগেই উন্নয়নকাজ শেষ করার নির্দেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সিডিউলভুক্ত উন্নয়ন কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।

মঙ্গলবার বিকালে চসিকের সম্মেলন কক্ষে প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।



মেয়র বলেন, দরপত্রের শর্ত এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগতমান অটুট রেখে কাজ বুঝে নিতে হবে প্রকল্প পরিচালকদের।

মেয়র ২০১৫-১৬ অর্থবছরে উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।
বৈঠকে জাইকাভুক্ত উন্নয়নকাজ, থোক ও রাজস্বভুক্ত উন্নয়নকাজ এবং এডিপিভুক্ত উন্নয়ন কাজের অগ্রগতির খোঁজ নেন।

বৈঠকে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম, সচিব রশিদ আহমদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. মাহফুজুল হক, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ, মনিরুল হুদা, মো. কামরুল ইসলাম, সহকারী প্রকৌশলী ঝুলন কুমার দাস, মীর্জা ফজলুল হক, জয়সেন বড়ুয়া, সুদীপ বসাক, মঞ্জুরুল হক তালুকদার, স্থপতি আবদুল্লাহ আল ওমরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এআর/টিসি 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।