ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘ছয় বছরে কেন একজন সাক্ষীকেও খুঁজে পাওয়া গেলনা ?’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
‘ছয় বছরে কেন একজন সাক্ষীকেও খুঁজে পাওয়া গেলনা ?’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম গণহত্যা মামলায় ছয় বছরে একজন সাক্ষীকেও খুঁজে না পাওয়ার কারণ তদন্তের দাবি জানিয়েছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

রোববার (২৪ জানুয়ারি) গণহত্যা দিবসের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবদনের পর সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।



মেয়র বলেন, গণহত্যার ২৮ বছর অতিক্রান্ত হলেও মামলার বিচার হয়নি।   বছরের পর বছর পার হয়ে গেলেও সাক্ষী হাজির করা যাচ্ছেনা।
  গত ৬ বছরে একজন সাক্ষীকেও কেন হাজির করা গেলনা, এর কারণ খুঁজে বের করতে হবে।   ঐতিহাসিক এই মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

মেয়র বলেন, ২৮ বছর আগে এদিনে স্বৈরাচারি সামরিক সরকারের নির্দেশে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ লক্ষ জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা চালায়।    যাদের রক্তে গণতন্ত্র পুণরুদ্ধার হয়েছে তাদের অবশ্যই স্মরণ করতে হবে।   

জেলা আইনজীবী সমিতির সভ‍াপতি অ্যাডভোকেট মুজিবুল হকের সভাপতিত্বে ও অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ১৪ দলের নেতা ওয়াকার্স পার্টির জেলা সভাপতি এডভোকেট আবু হানিফ।
   
গণহত্যায় নিহতদের স্মরণে চট্টগ্রাম আদালতের প্রবেশপথে স্থাপিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে আরও শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কোতয়ালি ও চকবাজার থানা আওয়ামী লীগ।

স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় নগরীর লালদিঘি ময়দানে সমাবেশে যাবার পথে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে নিহত হন ২৪ জন। আহত হন কমপক্ষে দু’শতাধিক মানুষ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
আরডিজি/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।