ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘একুশ সাংস্কৃতিক আন্দোলনের আলোক নিদের্শক’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪১, ফেব্রুয়ারি ২০, ২০১৬
‘একুশ সাংস্কৃতিক আন্দোলনের আলোক নিদের্শক’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: একুশ উৎসব পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পী ফকির আলমগীর বলেছেন, একুশ সাংস্কৃতিক আন্দোলনের আলোক নিদের্শক। একুশের রক্ত বেয়ে এদেশের গণতন্ত্র এসেছে।

একুশের চেতনায় সাংস্কৃতিক আন্দোলন বেগবান হয়েছে।

শুক্রবার নগরীর মিউনিসিপ্যাল স্কুল মাঠে চট্টগ্রাম একুশ উৎসব আয়োজিত তিন দিনব্যাপী একুশ উৎসব অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ও বাংলাদেশকে সমৃদ্ধি উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।

এ মুহূর্তে দরকার গণতান্ত্রিক সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা।

চট্টগ্রাম একুশ উৎসব পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. সানাউল্লাহর সভাপতিত্বে এবং মহাসচিব সজল চৌধুরী ও দিদার আশরাফীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

উদ্বোধক ছিলেন শহীদ জায়া বেগম মুশতারী শফী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, সাবেক সাংসদ মাজহারুল হক শাহ্ চৌধুরী, মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহমুদ হাসান, সাংবাদিক মাঈনুদ্দীন কাদেরী শওকত, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, হাসান মুরাদ বিপ্লব, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, জাতীয় পার্টি নেতা তপন চক্রবর্ত্তী, আনিসুল ইসলাম চৌধুরী, কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন, ভানু রঞ্জন চক্রবর্ত্তী, জিন্নাত সোহনা চৌধুরী, প্রশান্ত বড়ুয়া, মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইদ্রিচ, মুক্তিযোদ্ধা শুভাষ চৌধুরী, শুভাষ চৌধুরী, জাবেদ রকি, রোজি চৌধুরী, এস এম শফিকুর রহমান, এস এম আবু তাহের, এজহারুল হক, আনিস আহমেদ খোকন, সমিরণ পাল, ইব্রাহিম খলিল সবুজ, আব্দুচ সালাম, বরুন আচার্য্য বলাই, হোসেন মাহমুদ পাভেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।