চট্টগ্রাম: আঞ্চলিক বিশ্ব এজতেমা উপলক্ষে ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চারদিন হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার নূর ই আলম মিনার সঙ্গে হাটহাজারী, ফটিকছড়ি, খাগড়াছড়ি ও বান্দরবান রুটের পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
হাটহাজারী উপজেলার চারিয়ায় ২৯ ডিসেম্বর বিশ্ব ইজতেমা শুরু হয়ে শেষ হবে ৩১ ডিসেম্বর।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ বাংলানিউজকে বলেন, মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে ২৮ থেকে ৩১ ডিসেম্বর সকাল ৮টা থেকে থেকে রাত ১০টা পর্যন্ত হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে ভারী যানবাহন আমরা চলতে দেব না।
তবে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত ভারী যানবাহন চলাচলের এই বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছেন রেজাউল মাসুদ।
সভায় সড়ক দুর্ঘটনা রোধে কমিউনিটি পুলিশিং জোরদারের আহ্বান জানান পুলিশ সুপার।
সভায় চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়াসহ উর্দ্ধতন কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরডিজি/টিসি