চট্টগ্রাম: দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ডাল ব্যবসায়ীদের সংগঠন ‘চট্টগ্রাম ডাল মিল ব্যবসায়ী সমিতি’র দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত হাজি মার্কেটস্থ সমিতির কার্যালয়ে ভোট দেন সমিতির সদস্যরা।
সহকারী নির্বাচন কমিশনার ও বকশিরহাট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন বাংলানিউজকে বলেন, ১১টি পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮০ জন ভোটারের বেশিরভাগই ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিনি জানান, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, বাকলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক আলম প্রমুখ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব আছেন স্থানীয় কাউন্সিলর হাজি নুরুল হক। কমিটির অপর দুই সদস্য হলেন সমিতির বর্তমান সভাপতি আহমদ রশিদ আমু ও সাধারণ সম্পাদক জ্যোতিষময় চৌধুরী কাজল।
ফলাফল:
রাতে সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন বাংলানিউজকে জানান, সনজয় দেব খোকন সভাপতি, আশুতোষ মহাজন ও মো. ইউছুপ মিয়া সহসভাপতি, এসএম মহিউদ্দীন (মহিম) সাধারণ সম্পাদক, পরিতোষ দে সহসাধারণ সম্পাদক, রতন ঘোষ কোষাধ্যক্ষ, আজিজুল হক সাংগঠনিক সম্পাদক, মিলন সেন হিসাব পরীক্ষক এবং অজিত কুমার দাশ, আবদুস সবুর, কেএস নাজমুস সাকিব নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, আপডেট: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এআর/টিসি