চট্টগ্রাম: হোটেল সেন্ট মার্টিন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে হোটেলের কাকলী হলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান এএসএম জাকির হোসেন মিজান।
শেয়ারহোল্ডারদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হুদা আফরোজ ও অ্যাডভোকেট সুলতান মো. ওয়াহিদ।
সভায় নির্বাহী পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুল হাছান ও সুলতান মো. আলমগীর।
সভায় ২০১৬ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন কোম্পানি সেক্রেটারি গোলাম সরওয়ার চৌধুরী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. সিদ্দিকুর রহমান। নিরীক্ষিত হিসাব সভায় অনুমোদিত হয়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এআর/টিসি