মঙ্গলবার (০৩ জানুয়ারি) চট্টগ্রামের বিচারিক হাকিম মো.হেলাল উদ্দিন এই আদেশ দিয়েছেন।
জেলা পুলিশ পরিদর্শক (প্রসিকিউশন) এইচ এম মশিউর রহমান বাংলানিউজকে বলেন, মামুনের পক্ষে জামিনের আবেদন করা হয়েছিল।
মামুন প্রয়াত ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
রোববার (০১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।
এরপর গত বছরের ৩০ অক্টোবর ও ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় হওয়া দায়ের হওয়া দুটি মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরডিজি/টিসি