মঙ্গলবার (০৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেন নগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
মানববন্ধনে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু বলেন, সরকারিভাবে সর্বোচ্চ ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, জাতীয় শিক্ষানীতির আলোকে প্রধানমন্ত্রী অভিন্ন ভর্তি ফি চালু করার ঘোষণা দিয়েছেন। নগরীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সরকার নির্ধারিত ৩ হাজার টাকার বেশি আদায় করলেও শিক্ষা মন্ত্রণালয় কোন ধরনের পদক্ষেপ নিচ্ছে না।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াছিন আরাফাত কচি, জয়নাল উদ্দিন জাহেদ, নাঈম রনি ও আমজাদ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ও গোলাম সামদানী জনি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
আরডিজি/টিসি