চট্টগ্রাম প্রতিদিন
পাহাড়তলীতে ভাসমান দোকান উচ্ছেদ
স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের স্টেডিয়াম গেইট থেকে সাগরিকা গরুবাজার পর্যন্ত সড়কের দু’পাশে ভ্রাম্যমাণ অভিযানে ২ শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অভিযানে ফুটপাতের উপর অবৈধভাবে পণ্যসামগ্রী রাখার দায়ে ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩ জানুয়ারী) এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট সনজিদা শারমিন।
সনজিদা শারমিন বাংলানিউজকে বলেন, পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের স্টেডিয়াম গেইট থেকে সাগরিকা গরুবাজার পর্যন্ত রোডের উভয় পাশে ভ্রাম্যমান অভিযানে অবৈধভাবে বসা ২০০ টি ভাসমান দোকান উচ্ছেদ করে ফুটপাত ও নালা উম্মুক্ত করা হয়েছে।
অভিযানকালে ফুটপাতের উপর অবৈধভাবে পণ্যসামগ্রী রাখার দায়ে নিউ সুপার স্টার হোটেলকে ৫ হাজার, ফুটপাত দখল করে বালি বিক্রীর অপরাধে সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে চসিক কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, থানা পুলিশ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারী ৩, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।