নগরীর কাপ্তাই রাস্তার মাথা চত্বরে বুধবার (৫ জানুয়ারী) ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেমোহরা ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবদুচ ছালাম আরও বলেন, ১৯৪৮ সালে দেশের প্রধান রাজনৈতিক সংগঠনটিরপ্রতিষ্ঠালগ্ন থেকেই ছাত্র-জনতার স্বার্থে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সাফল্যের গৌরবে গৌরবান্বিত ছাত্রলীগ বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা কমিশন আন্দোলন, ছিষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান,একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মত স্বাধীনতাত্তোর দেশের যে যেকোন গণতান্ত্রিক ও যৌক্তিক আন্দোলন সংগ্রামেঅন্যতম প্রধান ভূমিকা পালন করেছে।
ছাত্রনেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিজিএমইএ এর সাবেক পরিচালক ও যুবলীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম।
সৈয়দ নজরুল ইসলাম বলেন, জাতির যেকোন সংকটকাল উত্তরণে ছাত্রলীগ নেতা-কর্মীদের ত্যাগ ও গৌরবময় উজ্জ্বল ভূমিকা রয়েছে।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সহ-সভাপতি ইয়াছির আরাফাত কচি, সহ-সভাপতি আমজাদ হোসেন, উপ-স্কুল বিষয়ক সম্পাদক তৈয়ব, কার্য নির্বাহী সদস্য ইমাম উদ্দিন, আনিসুর রহমান মুন্না, গোলাম মোস্তফা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক ইমরান উদ্দিন রাজু, মোহরা ওয়ার্ড ছাত্রলীগ নেতা হায়দার, সাইফুল, সাকিব, জুয়েল, মোস্তফা, মহিউদ্দিন, সাইফুল, মহিন, বাদশা, আসাদ, কায়ছার, মুন্না,সাজ্জাদ, রুবেল, সিফাত প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
এসবি/টিসি