ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরকার জনগণকে ভয় পায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
সরকার জনগণকে ভয় পায় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখছেন ডা.শাহাদাত (ছবি:উজ্জ্বল ধর, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল নামবে এই ভয়ে থেকেই সরকার ৭ জানুয়ারি বিএনপির কর্মসূচি পালনের অনুমতি দেয়নি অভিযোগ করে নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন বলেছেন, এতে সরকার প্রমাণ করেছে তারা জনগণকে ভয় পায়।

রোববার বিকেলে নাসিমন ভবনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে নগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

ডা.শাহাদাত হোসেন বলেন, বিএনপি মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস। তাই জনগণকে নিয়ে সরকারের উন্নয়নের নামে দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে ও গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে রাজপথে থাকবে।

বেগম খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে দেওয়া ১৩ দফা প্রস্তাব অবিলম্বে মেনে নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে চাকসু ভিপি মো. নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বিএনপি নেতা এম এ আজিজ, এস এম সাইফুল আলম, শেখ নুরুল্লাহ বাহার, ইয়াছিন চৌধুরী লিটন, জাহাঙ্গীর আলম দুলাল, সবুক্তগীন ছিদ্দিকী মক্কি, সামশুল আলম, জয়নাল আবেদীন জিয়া, ইকবাল চৌধুরী, মো. সালাহ উদ্দিন, সোহরাব কোম্পানী, কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।