টেকনাফে ১০ হাজার ইয়াবা উদ্ধার। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কক্সবাজার: টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় টহল দেওয়ার সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, টহল দেওয়ার সময় জালিয়াপাড়া জঙ্গলে কয়েকজন লোকের চলাচল নজরে আসলে কোস্টগার্ড দল তাদের ধাওয়া করে। এসময় তারা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে ওই ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
টেকনাফস্থ কোস্টাগার্ডের জোনাল কমান্ডার ওমর ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১৭
টিটি/আইএসএ/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।