ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক অজ্ঞাত ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন।বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বাংলানিউজকে জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে ওই অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আবদুল হামিদ জানান, এ ঘটনায় আহত চারজন হলেন নাজিম উদ্দিন (৩৫), লায়লা বেগম (৩৫), কামাল হোসেন (৩২) ও আলমগীর হোসেন (৩৫)।

এর মধ্যে নাজিম উদ্দিনের পা ভেঙে গেছে। তিনি ছাড়া বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।