ঢাকা, শনিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০১ জুন ২০২৪, ২৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সোহেলের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
সোহেলের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন, স্মারকলিপি সোহেলের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যায়ের ছাত্রছাত্রী, সামাজিক সংগঠন ‘প্রজন্ম’ ও ‘নির্বাণ’।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় লালদীঘির পাড়ের পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তব্য দেন শহীদ নাসিম আহমেদ সোহেলের বাবা  সার্জেন্ট (অব.) আবু তাহের, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ সালাহ্উদ্দীন, যুবনেতা এমএম মহিউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাত, প্রজন্ম’র সাধারণ সম্পাদক কাউসার আলম মানিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মোকসেদ আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক হেলাল উদ্দিন, সালাহউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নবীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অভ্র ঘোষ, নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মঈনুর রহমান মঈন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি গোলাম রসুল নিশান, মহানগর ছাত্রলীগের উপ-ছাত্র বৃত্তি সম্পাদক হুমায়ুন কবির, ওসমান গণি, শরীফ, চিন্ময়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কামরুজ্জামান ফয়সাল, নুরুল আফসার রাফি প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার ও মামলাটি সিআইডিতে হস্তান্তরের দাবি জানান।     

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।