চট্টগ্রাম প্রতিদিন
নুরুল হকের ২টি কিডনি নষ্ট, বাঁচার আকুতি
চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পটিয়া উপজেলার শাহচাঁদ আউলিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র নুরুল হক (১৮)। তার দুইটি কিডনি সম্পূর্ণ অকেজো। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক রফিকুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
সে কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছে। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন।
তার রক্তের গ্রুপ এবি পজেটিভ। পটিয়া পৌরসদরের ৭ নম্বর ওয়ার্ড় এলাকায় ফরিদ মিয়া তার বাবা।
নুরুল হককে সুস্থ করতে প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজন। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি এবি পজেটিভের দুইটি কিডনি সাহায্যের অনুরোধ জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা আহমদ নুর, হিসাব নম্বর এসবি ৩৪৩৩/৫, জনতা ব্যাংক লিমিটেড, এনেক্স ভবন, সিডিএ, চট্টগ্রাম। যোগাযোগ: ০১৮১৯৪৮২০৪০।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।