ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নুরুল হকের ২টি কিডনি নষ্ট, বাঁচার আকুতি

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
নুরুল হকের ২টি কিডনি নষ্ট, বাঁচার আকুতি

পটিয়া উপজেলার শাহচাঁদ আউলিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র নুরুল হক (১৮)। তার দুইটি কিডনি সম্পূর্ণ অকেজো। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক রফিকুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

সে কিডনি ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছে। জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন।
তার রক্তের গ্রুপ এবি পজেটিভ। পটিয়া পৌরসদরের ৭ নম্বর ওয়ার্ড় এলাকায় ফরিদ মিয়া তার বাবা।
  নুরুল হককে সুস্থ করতে প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজন। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি এবি পজেটিভের দুইটি কিডনি সাহায্যের অনুরোধ জানিয়েছেন।
 
সাহায্য পাঠানোর ঠিকানা আহমদ নুর, হিসাব নম্বর এসবি ৩৪৩৩/৫, জনতা ব্যাংক লিমিটেড, এনেক্স ভবন, সিডিএ, চট্টগ্রাম।   যোগাযোগ: ০১৮১৯৪৮২০৪০।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।