ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবা কারখানা থেকে গ্রেফতার ৪ জন রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ইয়াবা কারখানা থেকে গ্রেফতার ৪ জন রিমান্ডে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীতে ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফি উদ্দিন এই আদেশ দিয়েছেন।

গ্রেফতার হওয়া শ্যামল মজুমদার (৩৭), আবদুল্লাহ আল নোমান (৩৪) এবং মামুন হোসেনকে (৩২) তিনদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

এছাড়া গ্রেফতার হওয়া আয়শা সিদ্দিকাকে (২৭) দুইদিনের জন্য হেফাজতে নিতে তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি দিয়েছেন আদালত।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলানিউজকে বলেন, মামলার তদন্তকারী সংস্থা নগর গোয়েন্দা পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।

  শুনানি শেষে আদালত তিনজনকে তিনদিন এবং একজনকে দুইদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।

এর আগে মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়ায় ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা ‍পুলিশ।  ওই কারখানা থেকে আড়াই লাখ ইয়াবাসহ চারজনকে আটক করে পুলিশ।

এছাড়া ইয়াবা তৈরির দুটি মেশিন ও প্রায় ১০০ কেজি কাঁচামাল উদ্ধার করা হয়েছে যা দিয়ে ১০ লাখ ইয়াবা তৈরি সম্ভব বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।

কারখানায় অভিযান, আড়াই লাখ ইয়াবাসহ আটক ৪

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।