বুধবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফি উদ্দিন এই আদেশ দিয়েছেন।
গ্রেফতার হওয়া শ্যামল মজুমদার (৩৭), আবদুল্লাহ আল নোমান (৩৪) এবং মামুন হোসেনকে (৩২) তিনদিনের হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
এছাড়া গ্রেফতার হওয়া আয়শা সিদ্দিকাকে (২৭) দুইদিনের জন্য হেফাজতে নিতে তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি দিয়েছেন আদালত।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলানিউজকে বলেন, মামলার তদন্তকারী সংস্থা নগর গোয়েন্দা পুলিশ আসামিদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।
এর আগে মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং থানার বেপারিপাড়ায় ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। ওই কারখানা থেকে আড়াই লাখ ইয়াবাসহ চারজনকে আটক করে পুলিশ।
এছাড়া ইয়াবা তৈরির দুটি মেশিন ও প্রায় ১০০ কেজি কাঁচামাল উদ্ধার করা হয়েছে যা দিয়ে ১০ লাখ ইয়াবা তৈরি সম্ভব বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।
কারখানায় অভিযান, আড়াই লাখ ইয়াবাসহ আটক ৪
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরডিজি/টিসি