ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিল্পকলায় বিস্তারের শিল্পোৎসব ২৮-৩০ ডিসেম্বর

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
শিল্পকলায় বিস্তারের শিল্পোৎসব ২৮-৩০ ডিসেম্বর শিল্পকলায় বিস্তারের শিল্পোৎসব ২৮-৩০ ডিসেম্বর

চট্টগ্রাম: বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত তিন দিনের শিল্পোৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)।

ওই দিন বিকেল পাঁচটায় নগরীর এমএম আলী সড়কের জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান। সভাপতিত্ব করবেন বিস্তারের উপদেষ্টা, শিল্পসমালোচক অধ্যাপক আবুল মনসুর।

বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী এবং দেশের অগ্রগণ্য নৃত্যশিল্পী, ‘মুক্তির গান’ খ্যাত লুবনা মরিয়ম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক কন্টিনেন্টাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান ইকবাল চৌধুরী।

উৎসবের অনুষ্ঠানমালায় প্রথম দিন থাকছে শিশুদের সমবেত নৃত্যানুষ্ঠান, শিল্পী সঞ্জীব দত্তের সেতার বাদন, তিনটি প্রধান মূকাভিনয় দলের পরিবেশনা, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ছাত্রীদের পরিবেশনায় বিদেশি ভাষার গান, শুভ্র্রা বিশ্বাসের একক অভিনয়, কাজী নজরুল ইসলামের ‘রাক্ষুসী’ এবং সবশেষে শিমুল শীলের দলীয় পরিবেশনায় কবিয়াল রমেশ শীলের গান।

সবার জন্য উন্মুক্ত এ উৎসবে তিনটি দৃশ্যশিল্প প্রদর্শনীও অন্তর্ভুক্ত রয়েছে। সেগুলো হচ্ছে রনি আহমেদের ‘উইংস্ অব বুরাক’, সুমন আহমেদের ‘মনজিল’ ও জহর কুমার সিংহের ‘অরণ্যনন্দন’ শীর্ষক ভাস্কর্য প্রদর্শনী।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।