ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রামুতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
রামুতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ৩ রামু

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার চা বাগান রেস্টহাউস মোড় এলাকার সৌদি প্রবাসী রুস্তম আলীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতের হামলায় ওই বাড়ির তিন নারী আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মেহেরুনেচ্ছা, জেসমিন আক্তার ও রোকসেনা আক্তার।

রুস্তম আলীর ছেলে আজিম উদ্দীন রুবেল বাংলানিউজকে বলেন, ৫-৬ জনের মুখোশধারী ডাকাত দল বাড়ির দরজা ভেঙে নারীদের ওপর হামলা চালিয়ে আলমরিতে রাখা ৩০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে আহতদের উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে যায়।

ডাকাতির খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) ড. একে এম ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে চেষ্টা চালাছে রামু থানা পুলিশের কয়েকটি টিম।

বাংলাদেশ সময: ১৩৩৩ ঘণ্টা ডিসেম্বর ২৮, ২০১৭
টিটি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।