ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দলের নির্ভীক সৈনিক ছিল মোহাম্মদ আলী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
দলের নির্ভীক সৈনিক ছিল মোহাম্মদ আলী দলের নির্ভীক সৈনিক ছিল মোহাম্মদ আলী

চট্টগ্রাম: নগর বিএনপি’র সহ-সভাপতি সাবেক ছাত্রদল নেতা প্রয়াত মোহাম্মদ আলীর পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৩১ ডিসেম্বর) আমীর খসরু মাহমুদ চৌধুরী সদ্য প্রয়াত নগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর বাসভবনে যান। তিনি মরহুমের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নেন ও সমবেদনা জানান।

  

রাজনীতিতে মোহাম্মদ আলীর অবদানের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, মোহাম্মদ আলীর ত্যাগ, অবদান জাতীয়তাবাদী দল ও দলের নেতা কর্মীরা দীর্ঘদিন মনে রাখবে। দলের নির্ভীক সৈনিক ছিল।

দলের দুঃসময়ে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে নগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি শফিকুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১০ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।