এছাড়া দাম কমে বেগুন ৩০ টাকা, আলু ২০ টাকা, ফুলকপি ৩০ টাকা, টমেটো ৪০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। তবে কয়েকটি নতুন সবজির দাম বাড়তি।
শুক্রবার(৫ জানুয়ারি) সকালে চকবাজার কাঁচাবাজারে গিয়ে দেখা যায় এই চিত্র।
চকবাজার কাঁচাবাজারের দোকানী আবুল কাশেম বাংলানিউজকে বলেন, ‘কয়েকটা নতুন সবজি ছাড়া প্রায় সবজির দাম কমেছে। সরবরাহ বাড়ায় কাঁচা মরিচের কেজি ৪৫ টাকায় বিক্রি করছি। ’
মাছ মাংসের দামও আগের চেয়ে কিছুটা কমেছে। বিক্রেতারা জানালেন, ১১৫ টাকা দরে ব্রয়লার মুরগি কিনে ১২০ টাকায় বিক্রি করছেন। এছাড়া দেশি মুরগি ৩৪৫ টাকা, দেশি গরুর মাংস কেজিতে ৬০০ ও ছাগলের মাংস ৭০০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে প্রতিকেজি রুই মাছ ৩৫০ টাকা, সরপুঁটি ৩০০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১২০-১৮০ ও লইট্টা মাছ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ৫ জানুয়ারি ২০১৭
জেইউ/টিসি