জানুয়ারির তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে আসবেন প্রণব মুখার্জী। ১৬ জানুয়ারি চট্টগ্রামে বৃটিশবিরোধী আন্দোলনের স্মৃতিধন্য স্থানে যাবেন, প্রাথমিকভাবে এমন সফরসূচি তৈরি হয়েছে।
তবে চট্টগ্রামে আসার সময় নির্ধারিত হলেও সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি বলে বাংলানিউজকে জানিয়েছেন ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।
চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশন অফিস সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি ঢাকায় আসবেন প্রণব মুখার্জি।
একমাত্র বাঙালি হিসেবে ভারতে রাষ্ট্রপ্রধানের পদ অলঙ্কিত করা প্রণব মুখার্জি নিজেই এই সফরে সূর্য সেনের জন্মভূমিসহ বৃটিশ বিপ্লবের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন বলে সূত্র জানিয়েছে।
সূত্রমতে, ১৬ জানুয়ারি প্রণব মুখার্জিকে মাস্টারদার জন্মভূমি রাউজানে নিয়ে যাওয়া হবে। সম্ভাব্য সফরসূচিতে থাকছে, রাউজান কলেজের পাশে মাস্টারদার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানানো, সূর্য সেন পাঠাগার ও প্রাইমারি স্কুল পরিদর্শন, নগরীর পাহাড়তলীতে প্রীতিলতা ওয়াদ্দাদারের স্মৃতিবিজড়িত ইউরোপিয়ান ক্লাব এবং বৃটিশ অস্ত্রাগার পরিদর্শন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচিও থাকছে সফরসূচিতে।
চট্টগ্রামে ১৬ জানুয়ারি রাতযাপনের বিষয়ও সফরসূচিতে অন্তর্ভুক্ত থাকছে বলে সূত্র জানিয়েছে।
রাউজান থেকে নির্বাচিত সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বাংলানিউজকে বলেন, একসময়ের অবিভক্ত ভারতবর্ষের গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল এই চট্টগ্রাম। বৃটিশবিরোধী আন্দোলনের সূতিকাগারও এই চট্টগ্রাম। এই প্রথম ভারতের কোন রাষ্ট্রপ্রধান চট্টগ্রামে আসছেন। বাংলাদেশের বন্ধু প্রণব মুখার্জি এই প্রথম চট্টগ্রামে আসছেন। আমরা রাউজানবাসীসহ পুরো চট্টগ্রামের মানুষ হৃদয় দিয়ে তাঁকে বরণ করে নেওয়ার অপেক্ষায় আছি।
সাবেক রাষ্ট্রপ্রধানের সফর উপলক্ষে ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) রাউজানে গিয়ে সম্ভাব্য সফরসূচি অনুসারে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন। সংসদ সদস্য এবিএ ফজলে করিম চৌধুরীও বিষয়টি ভারতের সহকারী হাই কমিশনের সঙ্গে সমন্বয় করছেন। শুক্রবার নগরীর পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব এলাকা পরিদর্শনে যান সংসদ সদস্য এবং ভারতের সহকারী হাই কমিশনের কর্মকর্তারা।
রাউজানের মাষ্টারদা সূর্য সেন পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত বাংলানিউজকে বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি আমাদের পাঠাগার পরিদর্শনে আসবেন বলে জেনেছি। এজন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছি। ভারতের একজন সাবেক রাষ্ট্রপতি চট্টগ্রামে আসবেন, এটা আমাদের জন্য আনন্দের এবং গর্বের।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বাংলানিউজকে বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মহোদয় ১৬ জানুয়ারি চট্টগ্রামে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখনও লিখিত কিছু পাইনি। রাউজানে এবং শহরে বিভিন্ন বিপ্লবী স্থাপনা সাবেক রাষ্ট্রপতি পরিদর্শন করবেন বলে জানতে পেরেছি। নিরাপত্তার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।
সিএমপির উপ-কমিশনার (সদর) মোখলেছুর রহমান বাংলানিউজকে বলেন, এখনও ভারতের সাবেক রাষ্ট্রপতির সফরসূচি পাইনি। সফরসূচি পাবার পর আমরা সব ধরনের ব্যবস্থা নেব।
এর আগে সর্বশেষ ২০১৩ সালের মার্চে বাংলাদেশ সফরে আসেন ভারতে সেসময় রাষ্ট্রপতির দায়িত্বে থাকা প্রণব মুখার্জি। সেসময় তিনি শ্বশুরবাড়ি নড়াইলের পুটিবিলা গ্রামে যান।
ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রণব মুখার্জি ২০১২ সালের ২৫ জুলাই দেশটির রাষ্ট্রপতি নির্বাচিত হন। গত বছরের ২৪ জুলাই রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরডিজি/টিসি