থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে দুই দিনব্যাপী এই কোর্সে চলচ্চিত্রপাঠ এবং অধ্যয়ন-সংশ্লিষ্ট বিষয়গুলোতে পাঠদান করা হবে। কোর্সে অংশগ্রহণের ক্ষেত্রে চলচ্চিত্র অনুরাগী তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে।
কোর্সে চলচ্চিত্রের ইতিহাস, চলচ্চিত্রের ভাষা, চলচ্চিত্রের নন্দনতত্ত্ব, চলচ্চিত্রের সাথে অন্যান্য শিল্পমাধ্যমের সম্পর্ক, চিত্রনাট্য, শিল্পনির্দেশনা, চলচ্চিত্রে শব্দ ও সংগীত, চিত্রগ্রহণ, চলচ্চিত্র সম্পাদনা, চলচ্চিত্র পরিচালনা, প্রামাণ্য চলচ্চিত্র, চলচ্চিত্র সমালোচনাসহ অন্যান্য বিষয়ের পাঠদান করা হবে।
কোর্সে পাঠদান করবেন অগ্রজ চলচ্চিত্র শব্দ প্রকৌশলী ও নির্মাতা রতন পাল, চলচ্চিত্র নির্মাতা আকরাম খান, চলচ্চিত্র নির্মাতা ওয়াহিদ তারেক, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রাজীবুল হোসেন এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।
শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। নিবন্ধনের শেষ দিন বুধবার (১০ জানুয়ারি)। যোগাযোগ: ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির চট্টগ্রাম অস্থায়ী কার্যালয়, জাবেদ টাওয়ার, ৫ম তলা, ফ্ল্যাট নং ডি-৪, ৪৮৫ শেখ মুজিব রোড (উত্তরা মোটরসের বিপরীতে), চট্টগ্রাম।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এআর/টিসি