শুক্রবার (০৫ জানুয়ারি) নগরীর লালদিঘী ময়দানে নগর যুবলীগ আয়োজিত এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওমর ফারুক বলেন, চট্টগ্রামকে ভালোবাসতেন বলেই এই শহর তাঁর আমলে পরিচ্ছন্ন নগরীর খ্যাতি পেয়েছিল।
একই স্মরণসভায় মহিউদ্দিনের সন্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আনুগত্যই ছিল আমার বাবার রাজনীতির প্রথম শর্ত। মানুষের প্রতি ভালোবাসা আর আদর্শে অবিচল থাকার কারণেই তিনি নেতৃত্বে উঠে আসতে পেরেছিলেন। আমাদের সকলকে দল এবং নেত্রীর প্রতি অনুগত থাকতে হবে।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্ব ছিল আপোষহীন। উনি যে দাবি নিয়ে সোচ্চার হতেন, তা আদায় করে ছাড়তেন। এজন্য চট্টগ্রামের রাজনীতির ইতিহাসে মহিউদ্দিন ভাইয়ের মতো এতো জনপ্রিয়তা আর কেউ অর্জন করতে পারবে কি না এটা নিয়ে সন্দেহ আছে।
স্মরণসভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রামের প্রশ্নে মহিউদ্দিন ভাই ছিলেন আপোষহীন। এর প্রতিদানও চট্টগ্রামবাসী তাঁকে দিয়েছেন। অসুস্থতার পর মানুষ কান্না করেছেন। মৃত্যুর পর এত বড় জানাজা স্মরণকালে বাংলাদেশে আর হয়নি। মহিউদ্দিন ভাইয়ের ইমেজ আগামী নির্বাচনে কাজে লাগাতে হবে।
নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ ও মাহবুবুল হক সুমনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সংসদ সদস্য এম এ লতিফ, যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংগঠনিক সম্পাদক বদিউল আলম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
আরডিজি/টিসি