ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রকৃতি সংরক্ষণের দাবিতে পরিবেশ সচেতন সমাবেশ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
প্রকৃতি সংরক্ষণের দাবিতে পরিবেশ সচেতন সমাবেশ প্রকৃতি সংরক্ষণের দাবিতে পরিবেশ সচেতন শোভাযাত্রা

চট্টগ্রাম: ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানে চ্যানেল আই প্রকৃতি মেলা ২০১৮ সফল করতে সমাবেশ ও প্রকৃতি সংরক্ষণ শোভাযাত্রা হয়েছে। 

শুক্রবার (৫ জানুয়ারি) চেরাগি পাহাড় মোড়ে চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদের সভাপতিত্বে এ সমাবেশ ও শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান।

সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জহুর আহাম্মদ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি শরফুদ্দিন আহাম্মদ চৌধুরী রাজু, চ্যানেল আই দর্শক ফোরামের সদস্য জাহেদুর রহমান সোহেল, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সমাজসেবক নেছার আহাম্মদ, রোভার স্কাউট লিডার মোহাম্মদ এনাম, যুবনেতা মোহাম্মদ সোলায়মান, ইকো ফ্রেন্ডস’র সভাপতি নোমান উল্লাহ বাহার, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দিন মামুন, তারুণ্যের প্রতীকের সভাপতি জিএম তৌসিফ প্রমুখ।

বক্তারা চট্টগ্রাম শহরকে গ্রিন ও ক্লিন করতে এবং কর্ণফুলী ও হালদা নদী রক্ষায়  সবাইকে  সচেতন হওয়ার আহ্বান জানান।  

পরে পরিবেশ সচেতন শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম সিটি করপোরেশন চত্বরে শেষ হয়।

  

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।