ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কালীপুর স্কুলের হীরকজয়ন্তী উৎসব শুরু শুক্রবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
কালীপুর স্কুলের হীরকজয়ন্তী উৎসব শুরু শুক্রবার কালীপুর স্কুলের হীরকজয়ন্তী উৎসব শুরু শুক্রবার

চট্টগ্রাম: বাঁশখালীর কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয়ের হীরকজয়ন্তী প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে শুক্র ও শনিবার (১২ ও ১৩ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধন অনুষ্ঠান, আলোচনা সভা, র‌্যালি, প্রাক্তন ছাত্র পুনর্মিলন, আড্ডা, শিক্ষকদের সম্মাননা ও স্মৃতিচারণ।

শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম।
প্রধান আলোচক থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। আলোচক থাকবেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা।

বিকেল তিনটার আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনের বিচারপতি বোরহান উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন সরকারে অতিরিক্ত সচিব দীপক চৌধুরী, যুগ্ম জেলা ও দায়রা জজ মু. মোশারফ হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম।

শনিবার সকাল ১০টায় থাকবে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী, স্মৃতিচারণ, আড্ডা ও আলোচনা। বিকেল তিনটায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা। প্রধান অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মাহমুদুল হক। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ সচিব সাব্বির ইকবাল, জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম, চট্টগ্রাম জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার এমরান ভূঁইয়া। প্রধান আলোচক থাকবেন লেখক ও গবেষক বেলাল বেগ। আলোচক থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, লেখক-সাংবাদিক শওকত বাঙালি।

উৎসব সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি প্রাক্তন ছাত্র পরিষদ সভাপতি নিজাম উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম অনুরোধ জানিয়েছেন।

প্রতিদিন সন্ধ্যায় দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।