সাংস্কৃতিক কর্মকাণ্ড মানসিক উৎকর্ষ সাধনে সহায়ক
চট্টগ্রাম: সাংস্কৃতিক কর্মকাণ্ড মানসিক উৎকর্ষ সাধনে সহায়ক মন্তব্য করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনবলেন, কনফিডেন্স সিমেন্ট প্রথম আলো তারুণ্য উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল চ্যাম্পিয়ন হয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে নগরীর প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে কনফিডেন্স সিমেন্ট প্রথম আলো তারুণ্য উৎসব-২০১৭’র আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দলের সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
ড. অনুপম সেন আরও বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই সাংস্কৃতিক দলকে অভিনন্দন। ভবিষ্যতেও এই সাংস্কৃতিক দল প্রথম আলো তারুণ্য উৎসবের সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ আরও নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে বরেও আশাবাদ ব্যক্ত করেন।
পরে সাংস্কৃতিক দলের সদস্যরা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ট্রফি উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের হাতে তুলে দেন।
সাংস্কৃতিক দলের সমন্বয়ক পংকজ বিশ্বাসের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে এসময় সাংস্কৃতিক দলের নির্দেশক জালাল উদ্দিনসহ দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।