বিএনপির ঘনিষ্ঠ সূত্র বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম-১০ আসনটিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন হয় ১৯৯১ সালে।
২০০৮ সালের নির্বাচনের আগে আসনটির সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন।
এদিকে ১৯৯১ সালের নির্বাচনে চট্টগ্রাম ১১ আসন (তখন ছিল চট্টগ্রাম-৮) থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। খালেদা জিয়া আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে সংসদ সদস্য হন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও জয়ী হন তিনি। আমীর খসরু ওই আসনে চারবার জিতেছেন।
এবারে চট্টগ্রাম-১০ আসনে মনোয়নপত্র সংগ্রহ করেন আবদুল্লাহ আল নোমান অন্যদিকে ১০ ও ১১ আসনের জন্য মনোয়নপত্র সংগ্রহ করেন আমীর খসরু।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
জেইউ/টিসি