মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।
চট্টগ্রাম কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের উপ-পরিচালক মো. জহিরুল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে পিইসি ও এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিবাসী সন্তানদের মধ্যে ৬০ জনকে ৫ লাখ ৯৮ হাজার ১০০ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।
‘অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ছাড়াও চট্টগ্রামে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এসব কর্মসূচির মধ্যে ছিলো- অভিবাসন দক্ষতা উন্নয়ন ও চাকুরি মেলা, অভিবাসন সংক্রান্ত ভিডিও চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, শিক্ষা বৃত্তি ও অনুদানের চেক প্রদান, সম্মাননা স্মারক, পুরস্কার প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এমআর/টিসি