ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিইসির বক্তব্য মানুষ বিশ্বাস করছে না: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
সিইসির বক্তব্য মানুষ বিশ্বাস করছে না: আমীর খসরু গণসংযোগের পূর্বে বক্তব্য দেন আমীর খসরু

চট্টগ্রাম: চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বক্তব্য মানুষ বিশ্বাস করতে পারছে না।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচনী মাঠে কি হচ্ছে তা জনগণ দেখছেন।

সিইসির বক্তব্য বিশ্বাস যোগ্যতা হারিয়েছে। তিনি নিজে আত্মতৃপ্তি পাওয়ার জন্য বলেছেন, নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড আছে।
অথচ এখনও বিএনপি নেতাকর্মীদের হামলা-মামলা ও গ্রেফতার অব্যাহত আছে।

এর আগে নগরের পতেঙ্গার স্টিলমিল বাজার থেকে গণসংযোগ শুরু করেন আমীর খসরু। পরে পশ্চিম হোসেন আহমদ পাড়া, পূর্ব হোসেন আহমদ পাড়া, কাঠগড়, মুসলিমাবাদ, মাইজপাড়া, হাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন তিনি।

উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, নগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, নগর বিএনপি নেতা মো. ইসমাইল, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি ডা. নুরুল আবসার, সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়:১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮

জেইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।