বুধবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, নির্বাচনী মাঠে কি হচ্ছে তা জনগণ দেখছেন।
এর আগে নগরের পতেঙ্গার স্টিলমিল বাজার থেকে গণসংযোগ শুরু করেন আমীর খসরু। পরে পশ্চিম হোসেন আহমদ পাড়া, পূর্ব হোসেন আহমদ পাড়া, কাঠগড়, মুসলিমাবাদ, মাইজপাড়া, হাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করেন তিনি।
উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, নগর বিএনপির সহ-সভাপতি মো. মিয়া ভোলা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, নগর বিএনপি নেতা মো. ইসমাইল, পতেঙ্গা থানা বিএনপির সভাপতি ডা. নুরুল আবসার, সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময়:১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
জেইউ/টিসি