ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১৬ স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশন কর্মচারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
১৬ স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশন কর্মচারী গ্রেফতার স্বর্ণের বারসহ গ্রেফতার আকরাম হোসেন

চট্টগ্রাম: ১৬ পিস স্বর্ণের বারসহ আকরাম হোসেন (২৮) নামে সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আকরাম হোসেন কুমিল্লা জেলার কোতোয়ালী থানার রসূলপুর এলাকার মো. আমিন মিয়ার ছেলে।

তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

আকরাম হোসেনের কাছ থেকে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৮৬৫ গ্রাম।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বাংলানিউজকে বলেন, ১৬ পিস স্বর্ণের বারসহ আকরাম হোসেন নামে সিভিল অ্যাভিয়েশনের এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, বিমানবন্দরের নিরাপত্তকর্মী হিসেবে চাকরি করার সুবাদে স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে আকরামও চোরাচালান করে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮ 
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ