ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অস্তিত্ব রক্ষায় নৌকায় ভোট দিন: মেয়র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
অস্তিত্ব রক্ষায় নৌকায় ভোট দিন: মেয়র অস্তিত্ব রক্ষায় নৌকায় ভোট দিন: মেয়র

চট্টগ্রাম: নিজেদের অস্তিত্ব ও মর্যাদা রক্ষায় নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘পেশাজীবী সংস্কৃতিকর্মী জনতার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়ার্ডের উদ্যোগে এ সমাবেশ আয়োজন হয়।

মেয়র বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকার পক্ষে জনতার জাগরণ সৃষ্টি হয়েছে । ৭০-এর নির্বাচনের মত নৌকার পক্ষে অভূতপূর্ব জনরায় হবে এবারের জাতীয় নির্বাচনে।

এসময় তিনি নৌকা প্রতীকের পক্ষে পেশাজীবী ও সাংস্কৃতিক স্কোয়ার্ডের কার্যক্রমের প্রশংসা করেন।

পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য জেলা শিল্পকলা একাডেমী ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়ার্ডের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক শিরীন আখতার, পেশাজীবী'র সাবেক আহ্বায়ক ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী জাফর আহমেদ সাদেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮

এসইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।