বুধবার (৩ জু্লাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালান।
নিহত ব্যক্তির নাম শঙ্কু দাশ বড়ুয়া (৭০)। তার বাড়ি সাতকানিয়ায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, কমলমুন্সির হাট এলাকায় সিএনজি অটোরিকশা ও শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছে।
সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এসকে/এসি/টিসি