ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৯
পটিয়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ।

চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ের পটিয়া কমল মুন্সির হাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বুধবার (৩ জু্লাই) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান চালান।

নিহত ব্যক্তির নাম শঙ্কু দাশ বড়ুয়া (৭০)। তার বাড়ি সাতকানিয়ায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, কমলমুন্সির হাট এলাকায় সিএনজি অটোরিকশা ও শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আরও একজন আহত হয়েছে।

সিএনজি অটোরিকশাটি বেপরোয়া গতিতে চালাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।